নতুন বছরে কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বিকালে সাংবাদিকদের সামনে তিনি নতুন এ প্রকল্পের তথ্য জানান।
৭২ লাখ কৃষক এবং ক্ষেতমজুর রয়েছে। তাদের সুবিধার কথা মাথায় রেখেই এই প্রকল্প নেয়া হয়েছে।
ওই প্রকল্পের নাম ‘কৃষক বন্ধু’। এ প্রকল্প কৃষকদের চাষাবাদে সহায়তার পাশাপাশি কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণও দেবে।
ওই প্রকল্পে ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষক মারা গেলে ২ লাখ টাকা পাবে তার পরিবার।
শুধু দুর্ঘটনা বা রোগাক্রান্ত নয় স্বাভাবিক মৃত্যু হলেও কৃষক পরিবার ওই অর্থের বরাদ্দ পাবেন।
চাষাবাদে আর্থিক সাহায্য
এছাড়াও প্রতি একর জমির জন্য দুই দফায় ৫ হাজার টাকা পাবেন কৃষকরা। নতুন বছর থেকেই এ সুবিধা পাওয়া যাবে।
এর আগে এ বছরই চাষীদের খাজনা ও মিউটেশন ফি মওকুফ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এছাড়াও জমির মিউটেশনও পুরোপুরি অনলাইনে করার কথা ঘোষণা করেছেন।