অবশেষে সৌদি প্রিন্সের মৃত্যু

হ

সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আব্দুল আজিজ ইবনে সৌদের ছেলে প্রিন্স তালাল বিন আব্দুলাজিজের মৃত্যু হয়েছে।

শনিবার টুইটার পোস্টে এ খবর জানিয়েছে সৌদি রাজপরিবারের সদস্যরা ও সৌদি গণমাধ্যম, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আল আরাবিয়া জানিয়েছে, টুইটারে তার ছেলে প্রিন্স আব্দুলাজিজ বিন তালাল তার বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

শনিবারই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল আরাবিয়া। সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আব্দুলাজিজের ভাই তিনি।

ধনকুবের বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালিদ বিন তালালের পিতা প্রিন্স তালাল সৌদি আরবের শাসক আল সৌদ পরিবারের সংস্কারের সরব সমর্থক ছিলেন।

সৌদি রাজপরিবারের ৮৭ বছর বয়সী এই জ্যেষ্ঠ সদস্য কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।

১৯৬০-র দশকে সৌদি শাসনব্যবস্থাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রূপান্তরের আহ্বান জানিয়ে দেশ ছেড়েছিলেন তিনি, পরে আবার দেশে ফিরে যান।